টপলির বদলি হিসেবে ইংল্যান্ড দলে নতুন বোলার
ইনজুরির কারণে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার রিস টপলি। শুধু পরবর্তী ম্যাচেই নয়, টপলিকে আর এই বিশ্বকাপেই দলে পাবে না ইংল্যান্ড। ইনজুরিতে ছিটকে যাওয়া তার বিকল্প হিসেবে ব্রেইডন কার্সকে দলে অন্তর্ভূক্ত করেছে ইংল্যান্ড ও ওয়লেশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বিশ্বকাপে আইসিসির টেকনিক্যাল কমিটি এরই মধ্যে কার্সের অন্তর্ভূক্তি অনুমোদন দিয়েছে। ইংল্যান্ডের হয়ে ১২ ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন কার্স ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ দক্ষ। ইংল্যান্ডের জার্সিতে ১৪টি উইকেট শিকার করেছেন এই ২৮ বছর বয়সী ডানহাতি।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন টপলি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৩ উইকেট নিয়েছেন। সেই ম্যাচেই ৮.৫ ওভার বোলিং করে আঙুলে চোট পান। যে কারণে তখনই মাঠ ছাড়তে হয় তাকে। পরে ব্যাটিংয়েও নামতে পারেননি তিনি।