দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়ে যা জানালেন সাকিব
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে কাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব আল হাসান খেলবে কি না তা নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না দেওয়ায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল।
তবে বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে মাঠে নামার আগেরদিন আজ (সোমবার) মুম্বাইতে সংবাদ সম্মেলনে নিজের ইনজুরি নিয়ে কথা বলেন সাকিব।
তিনি বলেন, 'ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।'
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন ম্যাচেই হারের মুখ দেখেছে টাইগাররা। এমন ভরাডুবির অন্যতম কারণ ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। সংবাদ সম্মেলনে সাকিব অবশ্য তা নিয়ে কিছু বলতে চাননি, 'যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে না দেওয়াই ভালো। যেহেতু আরও পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। খেলা শেষ হলেও দিতে পারব।'