এবার পুরো পাকিস্তান ক্রিকেট দলের পদত্যাগ চাইলেন সেই অভিনেত্রী
বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় পাকিস্তান ক্রিকেট দল। প্রিয় দলের এমন জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলেন পাকিস্তানের মডেল-অভিনেত্রী সেহর শিনওয়ারি।
সবশেষ এশিয়া কাপের সময় বাবর আজমের নামে মামলা করার হুমকি দিয়েছিলেন। তবে টানা দুই ম্যাচে পরাজয় বরণ করায় এবার সোস্যাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) পাকিস্তানের পুরো দলের পদত্যাগে আন্দোলন করার হুমকি দিয়েছেন পাকিস্তানের এই অভিনেত্রী।
টানা দুই ম্যাচে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় পাকিস্তান। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সমাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের এই অভিনেত্রী।
টুইটারে পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেত্রী লেখেন- বাবর আজমসহ পুরো ক্রিকেট দল পদত্যাগ না করা পর্যন্ত আমরা পাকিস্তানের প্রতিটি রাস্তায় প্রতিবাদ করব।