কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিলেন সাকিব
শুরুতে দুই উইকেট হারানো পর দক্ষিণ আফ্রিকান দুই ব্যাটার কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম গড়ে ১৩১ রানে জুটি। বাংলাদেশের গলার কাটা হয়ে উঠা সেই জুটি ভাঙ্গলেন সাকিব আল হাসান।
৬৯ বলে ৬০ করা মার্করামকে ফিরিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক। ১৬৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারালো প্রোটিয়ারা।
মার্করামকে ফিরিয়ে দিলেও সেঞ্চুরি তুলে নিলেন ডি কক।