প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রথম টি-টোয়েন্টি সফররত পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল।
বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে নাহিদা আক্তার-রাবেয়া খানের বোলিং তোপে মাত্র ৮২ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তানের মেয়েরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই দলকে জয় উপহার দেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি।