আর্কাইভ থেকে বাংলাদেশ

নারী বিশ্বকাপ : সেমি ফাইনালে যাবেতো ভারত?

বাকি আছে আর দুটি ম্যাচ। ইংল্যান্ড এবং বাংলাদেশ চারটি করে ম্যাচ খেলে জিতেছে একটি করে। ২ পয়েন্ট করে পেয়েছে তারা। শেষ তিন ম্যাচ জিতলেও তাদের হবে ৮ পয়েন্ট। সেদিক থেকে ভারত কি পারবে তাদেরকে টপকে শেষচারে উঠতে?

সেই প্রশ্নের উত্তর না হয় মাঠের লড়াইয়ে পাওয়া যাবে। তার আগে আজ শনিবার (১৯ মার্চ) অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে ভারতীয় নারীরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৭৮ রানের টার্গেট ভালোভাবেই টপকে যায় অজি নারীরা। তাতে বড় স্কোর করও  ম্যাচ হারের তিক্ত স্বাদ পেলো মিতালি রাজের দল। 

নিউজিল্যান্ডের অকল্যান্ডে টস হেরে আগে ব্যাট করে ভারত।  প্রথম ছয় ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান ভারতের দুই ওপেনার। শেফালি বর্মাকে কয়েক ধাপ উপরে তুলে শনিবার ওপেনার হিসেবে খেলানো হয়েছিল। তিনি মাত্র ১২ রান করেন। স্মৃতি মন্ধানা মাত্র ১০ রান করে ফিরে যান। দু’জনেই আউট হয়েছেন ডার্সি ব্রাউনের বলে।

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন মিতালি এবং যস্তিকা ভাটিয়া। দু’জনে মিলে ১৩০ রান যোগ করেন। যস্তিকা ৮৩ বল খেলে ৫৯ রানে আউট হন। তিনি মেরেছেন ছ’টি চার। এর কয়েক ওভার পরেই ফিরে যান মিতালি। ৯৬ বলে ৬৮ রানের ইনিংসে তিনি মারেন চারটি চার এবং একটি ছয়। 

তখনো দলের রান দুশো পেরোয়নি। এই অবস্থায় দলের রান তোলার গতি বাড়ান হরমনপ্রীত। ছ’টি চারের সাহায্যে ৪৭ বলে অপরাজিত ৫৭ রান করেন। মিতালি ফেরার পরে ব্যাট করতে নামেন বাঙালি উইকেটকিপার রিচা ঘোষ। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারান তিনি। আলানা কিংয়ের বলে তাঁকে স্টাম্প করেন অ্যালিসা হিলি। এর পরে স্নেহ রানা কোনও রান না করেই সাজঘরে ফেরেন।

হরমনপ্রীতকে শেষ দিকে যোগ্য সঙ্গত দেন পূজা বস্ত্রকর। ২৮ বলে তিনি ঝোড়ো ৩৪ রানের ইনিংস খেলেন। সপ্তম উইকেটে দু’জনের ৬৪ রানের জুটি ভারতকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়।

জবাবে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে অস্ট্রেলিয়া। প্রথম উইকেটেই উঠে যায় ১২৫ রান। অনবদ্য খেলেছেন র‌্যাচেল হেনেস এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান হিলির নাতনি অ্যালিসা হিলি। কয়েক বলের ব্যবধানে দু’জনেই ফিরে যান। হেনেস ৪৩ এবং হিলি ৭২ রান করেন। কিন্তু অধিনায়ক মেগ ল্যানিংকে টলাতে পারেননি ভারতীয় বোলাররা। এলিস পেরিকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। মাত্র তিন রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। তবে ততক্ষণে জয়ের ভিত তৈরি হয়ে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেটে হারল ভারত।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন