৫ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড
বিশ্বকাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে ইংল্যান্ড। দুই দলই তিনটি করে ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচে জয় গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে দুপুর আড়াইটায়। কিন্তু ১৭ ওভারের মধ্যেই নেই তাদের পাঁচ উইকেট।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক ওঅধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।