প্রতিবাদ নয়, প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশে যোগ দেবে। প্রতিবাদ নয়, বাধা দিলে প্রতিরোধ করা হবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের দলদাস কর্মকর্তায় পরিণত হয়েছে। জনগণের আন্দোলন বানচাল করতে মরিয়া হয়ে গণগ্রেপ্তার শুরু করেছে ক্ষমতাসীনরা।
বিএনপির এ নেতা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ খুন-সন্ত্রাস দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে চায়।
২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তুলে ধরে রিজভী আহমেদ বলেন, এবার চূড়ান্তভাবে ঘুরে দাঁড়ানোর পালা।