টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার নিজেদের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা তিন ম্যাচ হেরে সেমির দৌড় থেকে পিছিয়ে পড়েছে পাকিস্তান। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে পাকরা। হারের বৃত্ত ভেঙ্গে জয়ের ধারায় ফিরতে মরিয়া পাকরা। এমন লক্ষ্য নিয়ে চেন্নাইতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে এই দু’দল। এ অবস্থায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজে, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি।
পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, শাদাব খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিফ রউফ।