আর্কাইভ থেকে ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে জয়ের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলো বাংলাদেশ।  এক লাফে ৬ ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে জামাল ভুঁইয়ারা। ২০১৫ সালের পর তাদের সেরা অবস্থান এটি। সেবার ছিল ১৮২ নম্বরে।

বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।  প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। সবার ওপরে আছে যথারীতি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরের চারটি স্থানে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়াম।

তবে দুই ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছে পর্তুগাল। দুই ধাপ এগিয়েছে স্পেনও, ২০১০ বিশ্বকাপ জয়ীরা আছে আটে। চার ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে ক্রোয়েশিয়া।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন