এই সরকারের আমলে চিকিৎসাক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
বর্তমান সরকারের আমলে চিকিৎসাক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মিন্টুরোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মিলনায়তনে ১৭তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের ফলেই বাংলাদেশে এখন সব চিকিৎসাসেবা দেয়া সম্ভব হচ্ছে।
দেশের চিকিৎসার মান বিশ্বের অনেক দেশের থেকে ভালো। তবে বিদেশে এখনো অনেক মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে বলেও স্বীকার করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশের মানুষ এখনো চিকিৎসা নিতে বিদেশে যাচ্ছে এটা সত্যি, তবে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তা কমে আসবে। সেই সঙ্গে চিকিৎসকদের আরও সেবার মান ও রোগীদের আস্থা বাড়াতে হবে।
তিনি চিকিৎসা সেবায় আরো যত্ন নিয়ে ভালো চিকিৎসা দেয়ার তাগিদ দেন। এটা করতে পারলে বিদেশে যাওয়ার পরিমাণ কমে আসবে বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।