আর্কাইভ থেকে ক্রিকেট

পান্ডিয়ার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের খেলা হয়নি হার্দিক পান্ডিয়ার। তখন জানা গিয়েছিল গোড়ালিতে সামান্য চোট পেয়েছেন তিনি।  অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, বড় কোনো চোট পাননি হার্দিক এবং দ্রুতই দলে ফিরবেন।

কিন্তু এখন জানা যাচ্ছে, হার্দিকের চোট গুরুতর।  ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাই গ্রুপ পর্যায়ে তো বটেই, বিশ্বকাপেই ভারতীয় এ অলরাউন্ডারকে আর না দেখা যাওয়ার শঙ্কা রয়েছে।

ভারতীয় বোর্ডের এক কর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘নীতিন প্যাটেলের নেতৃত্বে একটি মেডিকেল টিম হার্দিক পান্ডিয়ার চোট খতিয়ে দেখছে। প্রথমে যেমন মনে হয়েছিল, তাঁর চোটের অবস্থা এর চেয়ে গুরুতর। দেখে মনে হচ্ছে, তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে।’

হার্দিকের বিশ্বকাপ ভাগ্য আগামী সপ্তাহে পরিষ্কার হয়ে যাবে বলেও জানিয়েছেন ওই কর্তা, ‘হার্দিকের শারীরিক গঠনের জন্য অন্যদের চেয়ে তাঁর সুস্থ হতে বেশি সময় লাগে। তাই চলতি বিশ্বকাপে সে খেলতে পারবে কিনা, সেটা আগামী সপ্তাহে বোঝা যাবে। ’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন