রণবীরের সঙ্গে সম্পর্ক কেন টিকলো না জানালেন আনুষ্কা
একসঙ্গে জুটি বেঁধে আনুষ্কা শর্মা-রণবীর সিংহের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’। প্রথম ছবিতেই হিট্ এই জুড়ি। তাঁদের ছবি মুক্তি পাওয়ার পর থেকে রণবীর এবং আনুষ্কার সম্পর্ক নিয়ে বিপুল চর্চা চলেছিল।
তার পর ‘লেডিস ভার্সেস রিকি বহাল’, ‘দিল ধড়কনে দো’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেন। সেই সময় অব্যাহত ছিল তাদের প্রেমের গুঞ্জন। তবে, সেই গুঞ্জন পুরোটাই রটনা বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। কিন্তু এক বার সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আনুষ্কা। সেই অনুষ্ঠানেই নায়িকাকে সিমি রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। সেখানে রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কী বললেন বিরাট-ঘরনি?
পর্দায় একে অপরের সঙ্গে রসায়ন যতই দুর্দান্ত হোক না কেন, ক্যামেরার পেছনে তাদের সম্পর্কটা কিন্তু অন্য রকমের। আনুষ্কা নিজেই স্বীকার করেছেন, তারা আসলে একে অপরকে খুন করতে পারেন।
আনুষ্কার কথায়, ‘আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দু’জনের জীবনবোধ একেবারেই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী আর আমি তো সম্পূর্ণ বিপরীত।’
তবে রণবীর যে পুরুষ হিসেবে খুব আকর্ষণীয়, সেটা অবশ্য নিজেই স্বীকার করেছেন আনুষ্কা। কিন্তু সম্পর্ক সম্ভব নয় কেন? আনুষ্কা জানান, ‘আমাকে এমন কারও সঙ্গে সম্পর্কে জড়াতে হবে, যে আমাকে শান্ত করার কৌশল জানবে। আমরা দু’জনেই ভালো মানুষ, তবে সম্পর্কের জন্য একেবারেই তৈরি নই।’