আর্কাইভ থেকে জাতীয়

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার হেলিকপ্টারযোগে তিনি নেভাল অ্যাকাডেমিতে পৌঁছেন তিনি। কিছুক্ষণ পর পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন তিনি।

এরপর টানেল দিয়ে তিনি আনোয়ারা প্রান্তে পৌঁছে টোল প্রদান করবেন। সেখান থেকে কর্ণফুলী কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে যাচ্ছে। এর মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হতে চলেছে চট্টগ্রামবাসী।

দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রাম থেকে ৪০ কিলোমিটার দূরে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ টানেলটি ১০,৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলটি সোমবার সকাল ৬ টা থেকে যানবাহন চলাচলে খুলে দেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন