আর্কাইভ থেকে ক্রিকেট

অল্প রানেই গুটিয়ে গেল নেদারল্যান্ডস

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।  খেলায় শুরুতে টস ব্যাট করতে নেমে মাত্র টাইগার বোলারদের বোলিং তোপে মাত্র ২২৯ রানে অলআউট হয়ে গেছে ডাচরা।

শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে ফিরে যান বিক্রমজিত সিং। এর পরের ওভারেই শরিফুল ইসলামের বলে আউট হয়ে যান ম্যাক্স ও’ডাউড।

দলীয় মাত্র ৪ রানের ভিতরেই দুই উইকেট হারানোর পর জুটি গড়েন বারেসি ও অ্যাকারম্যান। তবে ১৪ তম ওভারে মোস্তাফিজের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বারেসি। আউট হবার আগে তিনি করেন ৪১ রান। এর পরের ওভারেই অ্যাকারম্যানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ।

৬৩ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা করেন এডওয়ার্ডস ও বাস ডি লিডি। তবে ১৭ রান করে তাসকিনের বলে আউট হয়ে যান লিডি। এরপর ষষ্ঠ উইকেটে এঙ্গেলব্রেখটকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন ডাচ অধিনায়ক। তবে নেদারল্যান্ডসের এই দুই সেট ব্যাটারকে ৫ বলের মধ্যে ফেরায় বাংলাদেশ।

৪৫তম ওভারে মোস্তাফিজুর রহমান আউট করেন স্কট এডওয়ার্ডস। এতে ৬৮ রানেই থামে তার লড়াকু ইনিংস। এর পরের ওভারে মেহেদী হাসান এলবিডব্লিউ করেন এঙ্গেলব্রেখটকে। ৩৫ রান করেন তিনি। শেষদিকে লগান ফন বেকের ১৬ বলে ২৩ রানের ইনিংসে ভর করে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২২৯ রানের পুঁজি পায় ডাচরা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন