আর্কাইভ থেকে দেশজুড়ে

পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

নারায়ণগঞ্জে বিএনপি যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহসান।

গুলিবিদ্ধরা হলেন, মহানগর যুবদলের ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে। এ সময় তিনজন যুবদলকর্মী গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।

ওসি আনিচুর রহসান বলেন, প্রেসক্লাবের সামনে বিএনপির লোকজন মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন