আর্কাইভ থেকে দেশজুড়ে

হিলিতে ভ্রাম্যমান আদালত কর্তৃক ভুয়া চিকিৎসককে কারাদন্ড

দিনাজপুরের হিলিতে তিন ভুয়া চিকিৎসককে তিন দিনের কারাদন্ড ও যৌন উত্তেজন সিরাপ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার সন্ধ্যা থেকে হিলি বাজার ও মংলা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই দন্ড ও জরিমানা প্রদান করেন। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম জানান, সনদ না থাকার পরেও নিজেদের চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে হিলি বাজারে অভিযান চালিয়ে ৩ ভুয়া চিকিৎসককে আটক করা হয়। পরে তাদেরকে তিন দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে তাদের চেম্বারগুলো বন্ধ করে দেয়া হয়। 

এছাড়া হিলির মংলা বাজারে অভিযান চালিায়ে দুটি দোকান থেকে বেশ কিছু নিষিদ্ধ পানীয় জব্দ করা হয় ও এসব বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত নিষিদ্ধ পানীয়গুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন