সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ
বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মুখে তারা বিক্ষোভ করেন। এসময় হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জাব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, আবেদ রাজা অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান প্রমুখ।
রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে পুলিশ-সাংবাদিকসহ রাজনৈতিক দলের বহু কর্মী আহত হন। পুড়িয়ে দেয়া হয় পুলিশ বক্স, গাড়ি। ভাঙচুর চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনের গেট, রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স। রক্ষা পায়নি গণমাধ্যমের যানবাহনও। আটক করা হয়েছে বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মীকে।
এর আগে, গতকাল দুপুরে নয়াপল্টনের সমাবেশ থেকে সারাদেশে সকাল সন্ধ্যা-হরতালের এই কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকালের মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার প্রতিবাদ ও এক দফা দাবিতে এ হরতাল ডাকে বিএনপি।