আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে গভীর রাতে চিকিৎসককে কুপিয়ে হত্যা

রাজশাহীতে গভীর রাতে দুর্বৃত্তের হামলায় গোলাম কাজেম আলী আহমেদ নামে এক বিশেষজ্ঞ চিকিৎসক নিহত হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর এলাকায় চেম্বার শেষে রোববার রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার পথে বর্ণালীর মোড়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

প্রাণ হারানো কাজেম আলী আহমেদ চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) এমবিবিএস ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন। ইসলামী ব্যাংক হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি।

ঘটনার পর রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘রোববার রাতে নগরীর লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন ডা. কাজেম আলী। প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর বর্ণালীর মোড়ে পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী তার পথরোধ করে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনও মামলা হয়নি, তবে ঘটনার পরই হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।’

এদিকে, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে নগরীর সিটিহাট এলাকা থেকে এক গ্রাম্য চিকিৎসকের মরদেহ উদ্ধার করে নগরীর শাহমখদুম থানা পুলিশ।

প্রাণ হারানো চিকিৎসক এরশাদ আলী দুলাল নগরীর চন্দ্রিমা থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। প্রায় ২৫ বছর ধরে এলাকার মোড়ে ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন তিনি।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রাজশাহীর কিস্টগঞ্জ বাইপাস মোড়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যান দুলালকে। রাত ৮টার দিকে সিটি হাট এলাকায় একটি মরদেহ উদ্ধার হলে সেটি দুলালের বলে শনাক্ত করে পুলিশ।

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহে যেভাবে আঘাত আছে, তাতে মনে হচ্ছে রক্তক্ষরণেই তিনি মারা গেছেন।’

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন