আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বকাপে ভারতের কাছে লজ্জার হার

কথায় আছে, স্বপ্ন সেটাই যেটা পূরণের জন্য ঘুম আসে না। কিন্তু নারী বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখে ঘুম চলে আসে চোখে। ঢাকার সময় সকাল সাতটায় খেলা শুরু হওয়ার কারণেই যে এমনটা হয় তা নয়। বিষয়টা মূল কারণ হয়ে দাঁড়ায়, নিগার সুলতানাদের ব্যাটিং!

অপ্রিয় হলেও সত্য এটা। ভারতের দেওয়া ২৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৯ রানের গুটিয়ে যায় বাংলার মেয়েরা। দগলীয় সর্বোচ্চ ৩২ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান, লতা মন্ডলের ব্যাটের ভর করে। ওপেনোর মুর্শীদা খাতুন করেন ১৯ রান। তাতেই ৪০ ওভার তিন বলে থামে টাইগ্রেসদের ইনিংস। স্নেহ রানা চারটি এবং ঝুলন গোস্বামী
পূজা বস্ত্রকার নেন দুইটি করে উইকেট। 

এরেআগে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত।  শুরুটা দুর্দান্ত ছিলো তাদের। উদ্বোধনী জুটিতে ১৫ ওভারের আগেই ৭৪ রান তুলে ফেলে তারা। এরপর স্মৃতি মান্দানাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদা আক্তার। মান্দানার ব্যাট থেকে আসে ৫১ বলে ৩০ রান।

১৬তম ওভারে ভারতের ইনিংসে জোড়া আঘাত হানেন রিতু মনি।  ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফেরান শেফালি ভার্মা ও অধিনায়ক মিতালি রাজকে। ৪২ বলে ৪২ রান করা শেফালি ফেরেন স্ট্যাম্পিং হয়ে। ক্রিজের এসেই প্রথম বলে কাভারে ক্যাচ তুলে দেন মিতালি।

এরপর যতিকা ভাটিয়ার ৫০, পূজা বস্ত্রাকরের অপরাজিত ৩০, স্নেহ রানার ২৭ ও রিচা ঘোষের ২৬ রানে ভর করে ৫০ ওভার শেষে ২২৯ রানে স্কোর পায় ভারত। বাংলাদেশের পক্ষে রিতু মনি ৩৭ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন। নাহিদা খাতুনের শিকার দুই উইকেট।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন