আর্কাইভ থেকে ক্রিকেট

অধিনায়কের মেসেজ ফাঁস করে দিলেন বোর্ড প্রধান

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে কোনো ঝামেলা নেই, এটা প্রমাণ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জাকা আশরাফ করলে আরেকটা ঝামেলা। বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজ দেখিয়ে দিয়েছন টেলিভিশনের পর্দায়।

গত শনিবার পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ বলেছিলেন, বাবর পিসিবিপ্রধানের সঙ্গে ভারত থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এমনকি ফোন না ধরায় তিনি জাকা আশরাফকে হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠিয়েছেন। কিন্তু জাকা আশরাফ সেটাতেও সাড়া দেননি।

জাকা আশরাফ এই অভিযোগ তখনই অস্বীকার করলেও বন্ধ হয়নি সমালোচনা।  অবশেষে তিনি বাবরের সঙ্গে পাকিস্তানের চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেন। যেখানে বাবরকে সালমান জিজ্ঞাসা করেছিলেন, তিনি পিসিবিপ্রধানকে ফোন করেছিলেন কি না।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে জাকা আশরাফ বলেছেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি তার (বাবর) ফোন ধরি না। সে তো আমাকে কখনো ফোনই দেয় না। দলের অধিনায়কের ডিরেক্টর ইন্টারন্যাশনাল বা চিফ অপারেটিং অফিসারের সঙ্গে আলোচনা করার কথা।’

বাবর যে জাকা আশরাফকে ফোন করেননি, সেটা প্রমাণ করতে সাক্ষাৎকারের এক পর্যায়ে জাকা আশরাফ অধিনায়কের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা সাক্ষাৎকার নেওয়া ওই সাংবাদিককে দেখান।

হোয়াটসঅ্যাপে ওই আলাপে সালাম মেসেজ দিয়ে বাবরকে বলেন যে, ‘বাবর নিউজ ছড়াচ্ছে তুমি পিসিবি চেয়ারম্যানকে ফোন করেছিলে, কিন্তু তিনি ধরেননি?’ জবাবে বাবর বলেন. ‘সালাম ভাই আমি তো জাকা স্যারকে কোন কলই করিনি।’ এই ঘটনার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন