আর্কাইভ থেকে বাংলাদেশ

সহসাই শেষ হচ্ছে না ইউক্রেন-রাশিয়া যুদ্ধ : জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ২৭তম দিন আজ। দেশটির অনেক শহরে গোলাবর্ষণ চলছে ফলে নরক যন্ত্রণায় বাস করছে ইউক্রেনের মানুষগুলো।

চলমান এ যুদ্ধ যেন শেষ হচ্ছে না সহসাই। জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়ান বাহিনী এক জায়গাতেই আটকা রয়েছে।

আজ মঙ্গলবার (২২ মার্চ) এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা বিবিসি।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরে তীব্র লড়াই চলছে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ান হামলার পর শহরটিতে আর কিছুই অবশিষ্ট নেই।

এছাড়া গেলো সপ্তাহে ধ্বংস হওয়া একটি থিয়েটারের মধ্যে এখনো অনেক বেসামরিক নাগরিক আটকা রয়েছেন বলে মনে করছে অনেকে।

গেলো মঙ্গলবার (২২ মার্চ) জেলেনস্কি ভার্চ্যুয়ালি এক বক্তৃতায় ইতালীয় আইন প্রণেতাদের কাছে চলমান এ যুদ্ধে রাশিয়াকে চাপে ফেলতে আহ্বান জানান।

উল্লেখ্য, গেলো ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। 

দেশটিকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেতস্ক ও লুহানস্ককে রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন