আর্কাইভ থেকে আমদানি-রপ্তানি

নভেম্বরে আসছে শ্রমিকদের নতুন বেতন কাঠামো

পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা আসছে নভেম্বরেই। আর এই কাঠামো কার্যকর করা হবে ডিসেম্বর থেকে। জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

এ সময় বিজিএমইএ এর পক্ষ থেকে কারখানা ভাঙচুর ও সৃষ্ট অস্থিরতার বিষয়ে নিন্দা জানিয়ে বলা হয়, বহিরাগতদের উস্কানিতে গার্মেন্টস কারখানা ভাঙচুর করা হচ্ছে। কাজ না করে নৈরাজ্য করা হলে ১৩/১ ধারায় কারখানা বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় বিজিএমইএ।

সরকার যে মজুরি নির্ধারণ করবে, তা মালিকপক্ষ তা মেনে নেবে বলে জানিয়ে বিজিএমইএ এর পক্ষ থেকে বলা হয়, কারখানার নিরাপত্তা দিতে হবে। এভাবে উৎপাদন চালিয়ে রাখা কঠিন।

এ সম্পর্কিত আরও পড়ুন