আর্কাইভ থেকে দেশজুড়ে

চাঁনখারপুলে হামলা : ২ ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা আহত

রাজধানীর চাঁনখারপুলে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে ইটপাটকেলের আঘাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তা আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

আহতরা হলেন- চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হালিম (৩৮), ওসি (অপারেশনস) জাকির হোসেন (৪১) ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় (৩৯)। তারা সবাই মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

আহত ওসি আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, বিএনপির পতাকা হাতে একটি মিছিল থেকে ইটপাটকেল ও লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনজন আহত হয়েছেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন