আর্কাইভ থেকে বাংলাদেশ

আইসিডিডিআরবিতে ডায়রিয়া রোগীর চাপ: ঘণ্টায় ভর্তি ৫০ রোগী

রাজধানীতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ঘণ্টায় ৫০ জনের বেশি রোগী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর চাপে তাবু টানিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি প্রতিষ্ঠার ৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রোগীর চাপ বলে মনে করছেন কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রধান বাহারুল আলম গণমাধ্যমকে জানান, ভর্তি হওয়া রোগীদের ৩০ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত। আক্রান্তদের বেশির ভাগই বয়স্ক।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানায়, সারা বছর দৈনিক ৪০০ থেকে ৫০০ ডায়রিয়া রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে রোগীর সংখ্যা কিছু বাড়ে। সাধারণত মার্চ মাসের শেষ সপ্তাহে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহে রোগী চূড়ান্তভাবে বাড়ে।

২১ মার্চ রাত ১২টার পর থেকে ২২ মার্চ বিকেল পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছিল ৮৭৫ জন। গেলো মঙ্গলবার (২২ মার্চ) ঘণ্টায় ৫১ জন করে রোগী ভর্তি হয়েছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর জানান, এ সময় পানি ফুটিয়ে বা বড়ি দিয়ে বিশুদ্ধ করে খেতে হবে। হাত না ধুয়ে কোনো খাবার খাওয়া উচিত হবে না। রাস্তার পাশের খাবার ও বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন