রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডেকেছে ইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। একই দিনে দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাংগীর আলম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বসবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।
এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
এর পরেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসার উদ্যোগের সিদ্ধান্ত নিলো ইসি।
চলতি বছরের মার্চে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আধা সরকারি চিঠি দিয়েছিলেন। তবে বিএনপি ওই আমন্ত্রণে সাড়া দেয়নি।
ইসি জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ করবে কমিশন। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা প্রত্যেক দলের দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধিত সব দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।
জাতীয় নির্বাচন ঘিরে এর আগেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। তবে ভোটের আগে আবারও দলগুলোর সঙ্গে বসবে কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসের শুরুতে বা মাঝামাঝি ঘোষণা করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।
এএম/