আর্কাইভ থেকে জনদুর্ভোগ

দিনব্যাপী ৭ জায়গায় অগ্নিকাণ্ডের সহযোগিতা চেয়ে ফোন : ফায়ার সার্ভিস

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা চলমান সর্বাত্মক অবরোধকে কেন্দ্র করে দিনভর সাতটি জায়গায় আগুন দেয়ার ঘটনায় ফায়ার সার্ভিসকে ফোন করেছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগুন নেভাতে সংস্থাটির কাছে এসব সহযোগিতা চাওয়া হয়।

রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ গণমাধ্যমকে জানায়, গেলো ১২ ঘণ্টায় সাতটি উচ্ছৃঙ্খল জনতার হাতে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে এসব আগুনের তথ্য বিভিন্ন ব্যক্তি ফায়ার সার্ভিসেরকে ফোন করে জানায়।

আরও জানানো হয়েছে, আজ ঢাকা সিটিতে একটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) চারটি, চট্টগ্রাম বিভাগে একটি, রাজশাহী বিভাগ (বগুড়া) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় তিনটি বাস, একটি পার্সেল কাভার্ড ভ্যান, একটি পিকআপ, দুটি বাণিজ্যিক পণ্যের শো রুম, একটি পুলিশ বক্স পুড়ে গেছে।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি দেশব্যাপী টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী এবং ১২ দলীয় জোটসহ কয়েকটি বিরোধী দলও অভিন্ন কর্মসূচি দিয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন