সকালে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা-গাইবান্ধা রুটে চলাচলকারী রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১ নভেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, বাসটি সেখানে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী বা স্টাফ ছিল না। হঠাৎ আজ সকাল ৬টা নাগাদ ১০ থেকে ১২ জনের একদল লোক পেট্রোল ছুঁড়ে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, সকাল ৬টা ১৫ মিনিটে বলিয়ারপুরে এক বাসে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় আব্দুল আলীম ও সোহেল নামে দুইজনকে আটক করা হয়েছে। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজছে পুলিশ।