বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা উইলির
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার ডেভিড উইলি। বিশ্বকাপ খেলা ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, চলতি বিশ্বকাপই তার শেষ।
২০২৩-২৪ চক্রে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেই উইলি। তাঁকে এই চুক্তিতে রাখেনি ইসিবি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সময়টা জানিয়েছেন উইলি, ‘কখনো এই দিনটির দেখা পেতে চাইনি। সেই শৈশব থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু অনেক সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা করে অনুশোচনার সঙ্গে বুঝলাম, আমার জন্য সেই সময়টা চলে এসেছে। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।’
উইলি ইংল্যান্ডের হয়ে কোনো টেস্ট খেলেননি। ৭০ ওয়ানডে খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৯৪টি। বিশ্বকাপে তার দলের আর তিন ম্যাচ বাকি আছে। বাঁ-হাতি এই পেসার ৪৩টি আন্তর্জাতিক টি-২০ খেলে ৫১ উইকেট নিয়েছেন।