গাজায় শরণার্থী শিবিরে মৃত্যুর বন্যা, নিহত ২০০
গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনের কাছাকাছি। এখনও নিখোঁজ রয়েছে ১২০ জনের ওপর।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এ নিয়ে ২৭ দিন ধরে চলা সংঘাতে অবরুদ্ধ অঞ্চলটিতে মোট প্রাণহানি ৮ হাজার ৮০০ ছাড়িয়েছে। বেসামরিকদের ওপর নির্বিচার হামলা ও বিপুল মৃত্যু নিয়ে চরম উদ্বিগ্ন জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা উপেক্ষা করেই বেসামরিকদের ওপর হামলা অব্যাহত রেখেছে দখলদাররা।
এদিকে, ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই প্রথম গাজা ছাড়ার সুযোগ পাচ্ছে বেসামরিকরা। বুধবার প্রথমবারের মতো রাফাহ ক্রসিং খুলে দেওয়ায় তিন শতাধিক বিদেশি পাসপোর্টধারী সীমান্ত পাড়ি দিয়েছেন। চিকিৎসার জন্য গুরুতর রোগীদের নিয়ে প্রবেশ করেছে ২০টির বেশি অ্যাম্বুলেন্সও।