আর্কাইভ থেকে ক্রিকেট

নিউক্যাসলের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিলো ম্যানইউ

গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডকে ২–০ গোলে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার সেই নিউক্যাসলের কাছে ৩–০ গোলে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলো রেড ডেভিলরা।

বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ৩৬ মিনিটের মধ্যে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইউনাইটেড। গোল দুটি করেন মিগুয়েল আলিমরন ও লুইস হল। ৬০ মিনিটে ব্যবধান ৩–০ করেন জো উইলক।

পুরো ম্যাচে ৬২ শতাংশ বলের দখল রেখে গোলে ১৩টি শট নিয়েও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডকে।

অন্য ম্যাচে ওয়েস্ট হামের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে আর্সেনালকে।  খেলার ৬০ মিনিটের মধ্যে ৩–০ গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। প্রথম গোলটি ছিল আর্সেনালের বেন হোয়াইটের আত্মঘাতী। পরের দুটি গোল করেন মোহাম্মদ কুদুস ও জ্যারড বাউয়েন। যোগ করা সময়ের ৬ মিনিটে আর্সেনালের পক্ষে একটি গোল ফেরত দেন মার্টিন ওডেগার্ড।

আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড বিদায় নিলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শিরোপা জয়ের দৌড়ে রয়েছে চেলসি এবং লিভারপুল। ব্ল্যাকবোর্নের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলের সহজ জয় পেয়েছে চেলসি।   বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলের জয়ে কোয়ার্টারে নাম লিখিয়েছে লিভারপুলও।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন