আর্কাইভ থেকে জাতীয়

বিএনপি নেতারা হামলার দায় এড়াতে পারেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি ২৮ অক্টোবর শুরু থেকেই আক্রমত্মতক ছিল। দলটির সিনিয়র নেতারা যে সিদ্ধান্ত দিয়েছে, তা বাস্তবায়ন করেছে মাঠ পর্যায়ের কর্মীরা। সুতরাং দলটির নেতারা এর দায় এড়াতে পারেন না। বললেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত দিচ্ছেন এবং সেই সিদ্ধান্তের ওপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বিচারপতিদের বাসভবনে হামলা, নারীদের ওপর হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ এসব ঘটনা ঘটেছে। কাজেই তারা দায় এড়াতে পারেন না।

তিনি বলেন, তদন্তে দোষ প্রমাণিত হলে চার্জশিট দেয়া হবে। নির্দোষ হলে তারা খালাস পাবেন।

এ সময় জেল হত্যা দিবস নিয়ে মন্ত্রী বলেন, কারাগারের মতো সবচেয়ে নিরপরাধ জায়গায় জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল, দেশের অগ্রযাত্রা রোধ করার জন্য। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সতর্ক থাকতে হবে। খুনিদের দেশে নিশ্চয়ই আনতে পারবো বলেও আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন