আর্কাইভ থেকে ক্রিকেট

‘এমনটা জানলে বিশ্বকাপেই আসতাম না’

বিশ্বকাপে খুবই বাজে সময় কাটাচ্ছে বাংলাদেশ। ৭ ম্যাচের মধ্যে ৬ টিতেই হেরে সবার প্রথমে বিদায় নিশ্চিত করেছে টাইগাররা। বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে ৬ নভেম্বর শ্রীলঙ্কা এবং ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

লঙ্কানদের বিপক্ষে আসন্ন ম্যাচ উপলক্ষ্যে বর্তমানে তারা দিল্লিতে অবস্থান করছেন। সেখানে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এবারের আসরে তিনি বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে গেলেও তার ভূমিকা সীমাবদ্ধ করে রাখা হয়েছে। যা আগে জানলে তিনি দলের সঙ্গে বিশ্বকাপে যেতেন না বলে জানিয়েছেন।

সুজন বলেন, ‘বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা ট্যুরেই একটা বাড়তি দায়িত্ব থাকত যে আমি দল নির্বাচনের অংশ থাকতাম, যেটা এবার নেই। আমার এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমাকে বলে দেওয়া হয়েছে আমি কতটুকু পারব, কতটুকু পারব না। এখানে ক্রিকেটিং রুল আমার না।’

সুজন আরও বলেন, ‘আমি তো এভাবে থাকতেই চাই না। যেহেতু আমার রক্তেই ক্রিকেট। কোচিং করি, এটা আমার পেশা। টেকনিক্যাল মানুষ হিসেবে গত ট্যুরগুলাতে যে ভূমিকা ছিল। এসব থেকে আমি দূরেই আছি। আমি উপভোগ করছি কিনা? না, অবশ্যই না। একটা ট্যুরে আমি অভিভাবক হিসেবে থাকব, নিয়ম-শৃঙ্খলা বা অন্য বিষয় দেখব। সেটা তো আমার কাজ না। সেটাও আমি দেখতাম, তবে আমি মূলত ক্রিকেটটা দেখতাম। যেটা হয়েছে গেছে, এখন চিন্তা করে লাভ নেই। সামনের দুইটা ম্যাচ আছে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন