আর্কাইভ থেকে বাংলাদেশ

এবার ৭৬ বলে বিজয়ের সেঞ্চুরি

ডিপিএলে রান করেই চলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক  বিজয়। আগের চার ম্যাচে একটি সেঞ্চুরি ও দুই ফিফটিতে ২৭৩ রান করেছেন বিজয়। রোববার (২৭ মার্চ) শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের দ্বিতীয় সেঞ্চুরিটি করলেন এ উইকেটরক্ষক ব্যাটার। 

টস হেরে শাইনপুকুরের বিপক্ষে আগে ব্যাটিং পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার বিজয় ও দিপু। শাহাদাৎ হোসেন দিপু তো কদিন আগেই ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। দুই ব্যাটারই বেশ আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেন।

ব্যক্তিগত ৩৭ বলে ফিফটি হাঁকান বিজয়। তবে দিপু দেখেশুনে খেললেও দলের সব রান যেন একা বিজয়-ই করছিলেন। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন বিজয়। শুধু সেঞ্চুরিই নয় শাইনপুকুরের বোলারদের বিপক্ষে আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং করেন বিজয়। দলের যখন ১৩০ পার করল তখন বিজয়ও সেঞ্চুরির কাছাকাছি পৌঁছান। এবারের মৌসুমের দ্বিতীয় সেঞ্চুরিটি পান দলীয় ১৩৮ রানেই। ৭৬ বলে সেঞ্চুরি হাঁকান এ উইকেটরক্ষক ব্যাটার। ১৯তম ওভারের হাসান মুরাদের চতুর্থ বলে কাভারে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বিজয়।

সেঞ্চুরির পর বিজয় চালিয়ে গেলেও থামতে হয় দিপুকে।  ২২তম ওভারে সিকান্দার রাজার বলে ক্যাচ আউটের শিকার হন ৪৭ বলে ৪৭ রান করা দিপু। সেই সাথে ভাঙে বিজয় ও দিপুর ১৬২ রানের জুটি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন