আর্কাইভ থেকে জাতীয়

মাঠে ২৭ প্লাটুন বিজিবির টহল

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন।

এর আগে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি-র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল।

রোববার থেকে বিএনপি-জামায়াতের দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতেই সারা দেশে ৯টি বাস ও আওয়ামী লীগের একটি কার্যালয় আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামে বাসে আগুন দেয়া হয়। ৭টা ৩৫ মিনিটে এলিফ্যান্ড রোডে গ্রিন ইউনিভার্সিটির বাসে, ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদে রাইদা পরিবহনের বাসে, রাত ১০টায় গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনের বাসে, রাত পৌনে ১২টায় নারায়ণগঞ্জে অনাবিল পরিবহনের বাসে, একই সময়ে ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস বাসে, রাত ২টা ৫৫ মিনিটে, ভোর ৪টায় শ্যামপুরে তুরাগ বাসে, সায়েদাবাদ সাদ্দাম মার্কেটের পাশে বাসে, ভোর সোয়া ৫টায় মিরপুর ও গাজীপুরে বাসে আগুন দেয়া হয়।

এছাড়া ভোর ৩টায় সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোর ৪টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন