টস জিতে ব্যাটিংয়ে ভারত
টানা সাত ম্যাচ জিতে উড়তে থাকা ভারতের জয়রথ থামিয়ে দ্বিতীয় দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। এমন লক্ষ্য নিয়েই আজ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে, আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে টেবিলের শীর্ষে থাকা। কোলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরআগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এখন পর্যন্ত ৯০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টিতে এবং ভারতের জয় ৩৭ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৩ ম্যাচ।
বিশ্বকাপেও ভারতের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পাঁচ বারের মোকাবেলায় দক্ষিণ আফ্রিকার জয় ৩টিতে। ভারত জিতেছে ২ ম্যাচে। অবশ্য বিশ^কাপে সর্বশেষ দুই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আছে ভারতের।