আর্কাইভ থেকে বাংলাদেশ

অধস্তন আদালতের মামলার হিসাব চেয়েছেন সুপ্রিম কোর্ট

দেশের সব অধস্তন আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সরেজমিনে গণনা করে এবং তদন্তাধীন থাকা মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ রোববার (২৭ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনা সংবলিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালতে এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মোকদ্দমার প্রকৃত সংখ্যা সরেজমিনে মোকদ্দমার নথি গণণা করে ছক অনুযায়ী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তাকে হার্ড কপি এবং ইমেইলে সফট কপি পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এছাড়া পুলিশ বা অন্য কোনও তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন মামলার প্রকৃত সংখ্যা পৃথকভাবে নির্ধারণ করে পাঠাতেও নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশে বিচারাধীন মামলার সংখ্যা জানতে এসব নির্দেশনা দিয়ে থাকেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সেসব নির্দেশনার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টসহ দেশে নিম্ন আদালতে বিচারাধীন মামলার পরিসংখ্যান প্রকাশ করেন কোর্ট প্রশাসন।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন