বিয়ের আগেই নাম পাল্টে ফেললেন অনন্যা পাণ্ডে!
‘কফি উইথ করণ’-এ গিয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে এমন কথা বলে ফেললেন যাতে প্রশ্ন উঠল, আদিত্যর প্রেমে পড়ে কি বিয়ের আগেই নিজের নামটি পালটে ফেললেন তিনি?
বলিউডে এখন শুধুই অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুরকে নিয়ে চর্চা। এই জুটি কখন কী করছেন, কোথায় যাচ্ছেন, তা নিয়ে চর্চার শেষ নেই। অন্যদিকে, প্রেম করলেও, পুরো ব্যাপারটি এখনই সামনে আনতে চান না অনন্যা ও আদিত্য কেউই। তবে তারা যে দু’জন দু’জনের প্রেমে মসগুল তা বারবার জানান দিচ্ছে তারকা যুগল। তা বলে বিয়ের আগেই নাম বদল!
সম্প্রতি, একটি ভিডিওর মাধ্যমে ‘কফি উইথ করণ’-এর অতিথি তালিকা ঘোষণা করেন করণ। দেখা যায়, শোয়ে সারা আলি খানের সঙ্গে অতিথি হিসেবে গিয়েছেন অনন্যা। কথার মাঝে করণ সারার কাছে জানতে চান, “এমন কী অন্যন্যার আছে যা তোমার কাছে নেই?” উত্তরে নবাবকন্যা বলেন, “নাইট ম্যানেজার।” যা কিনা আদিত্য রায় কাপুর অভিনীত সিরিজ।
সারার কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান অনন্যা। এর পরই আবার বলে বসেন, “অনন্যা কয় কাপুরের মতো অনুভূতি হচ্ছে।” অনন্যার এই মন্তব্যেই শোরগোল নেটদুনিয়ায়। অনেকেই রসিকতা করে বলতে শুরু করেছেন, বিয়ের আগেই তাহলে পাণ্ডে পদবী বদলে ফেললেন চাঙ্কিকন্যা। শোনা যায়, দু’জনের পরিবারেরও এই প্রেমে কোনও আপত্তি নেই। এখন শুধু ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা।