আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিব ও বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক: ম্যাথুস

বাংলাদেশের বিপক্ষে ২৫তম ওভারে ‘টাইমড আউট হন শ্রীলঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জোলো ম্যাথুস। এ নিয়ে মাঠেই তিনি আম্পায়ার এবং বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তাঁকে এভাবে আউট করাটা সাকিব ও বাংলাদেশের জন্য লজ্জাজনক বলে উল্লেখে করেন।

সোমবার দিল্লিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাথুস বলেন, নিজেকে তৈরি করে ক্রিজে যাওয়ার জন্য আমার হাতে ২ মিনিট সময় ছিল এবং সেটা আমি করেছি। আমার হেলমেটে সমস্যা হয়েছিল। আমি জানি না কাণ্ডজ্ঞান কোথায় হারাল। অবশ্যই সাকিব ও বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। যদি ওরা এভাবেই খেলতে চায় এবং এত নিচে নামে, আমার মনে হয় ওদের কোথাও একটা বড়সড় ঝামেলা আছে।’

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আরও বলেন, ‘হেলমেটটা ভেঙে যাওয়ার পরও হাতে ৫ সেকেন্ডের মতো সময় ছিল। আমি বোঝাতে চাইছি, আমি শুধু হেলমেটটা পাল্টাতে চাইছিলাম। তাই এটা একদমই কাণ্ডজ্ঞানের ব্যাপার। যেটার অনুপস্থিতি খেলাটায় অসম্মান বয়ে এনেছে। এটা ভীষণ লজ্জার।’

এ সম্পর্কিত আরও পড়ুন