চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭
চট্টগ্রামে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। প্রাথমিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে হাটহাজারীতে এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।