মালিবাগে বাসে আগুন
রাজধানীর মালিবাগে থেমে থাকা বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগে বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, মালিবাগে আনসার ক্যাম্পের পাশে পার্কিং করে রাখা ছিলো বাহন পরিবহনের বাসটি। খিলগাঁও ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলেও জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিসাব বলছে, রোব ও সোমবার সর্বাত্মক অবরোধ চলার সময়ে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ২১টি যানে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬টি বাস, দুইটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি অটোরিকশা ও একটি লেগুনা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।