আর্কাইভ থেকে আফ্রিকা

তিউনিশিয়ায় নৌকা ডুবে ৩৯ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় মারা গেছে অন্তত ৩৯ জন। অন্তত ১৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি জানিয়েছে, এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসীবাহী দুটি নৌকা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকা অঞ্চলের অধিবাসী।

আরও অনেকে নিখোঁজ থাকায় অভিযান অব্যাহত রেখেছে তিউনিশিয়ার কোস্টগার্ড। মৃতদের সবাই সাব-সাহারা অঞ্চলের মানুষ।

উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে তিউনিশিয়ার ইসফ্যাক্স বন্দরনগরীকে ব্যবহার করে থাকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গরিব জনগোষ্ঠীর অনেকেই। ২০১৯ সালে ইউরোপে যাওয়ার সময় তিউনেশিয়া উপকূলে নৌকাডুবে মারা যায় ৯০ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী।

গেল দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসনপ্রত্যাশী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন