আর্কাইভ থেকে বাংলাদেশ

ভাসানচরের পথে আরও ২ হাজার রোহিঙ্গা

আরও দুই হাজার রোহিঙ্গাকে নেয়া হচ্ছে ভাসানচরে। আজ বুধবার (৩০ মার্চ) সকালে চট্টগ্রামের বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর ৬টি জাহাজে করে রওনা হয় তারা।

এর আগে ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে কক্সবাজারের আশ্রয় শিবির থেকে চট্টগ্রামে বিমানবাহিনীর জহরুল হক ঘাঁটির অস্থায়ী ক্যাম্পে নেয়া হয় এসব রোহিঙ্গাকে।

কর্মকর্তারা জানান, ১৩তম ধাপে মোট ৪ হাজার ২শ রোহিঙ্গাকে ভাসানচর পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আজ নেয়া হচ্ছে ১ হাজার ৯শ ৯৯ জনকে। বাকিদের পাঠানো হবে আসছে ৩১ মার্চ। 

২০২১ সালের ডিসেম্বর থেকে ১২ ধাপে ২৫ হাজার ৬শ ৩৬ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। গেলো বছরের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

উল্লেখ্য ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে বাংলাদেশে পালিয়ে আসে। ওই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লক্ষ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন