বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক গৃহবধু। মৃত খাদিজা বেগম (৪৭) ভিতরবন্দ ইউনিয়নের মন্নেয়ারপাড় কামারপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। এ সময় তার কোলে থাকা দেড় বছরের কন্যা শিশু মিনতাহা গুরুত্বর আহত হয়। এখন সে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালের বিছানায়।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে শিশু মিনতাহাকে কোলে নিয়ে মা খাদিজা বেগম জমির আল ধরে বাড়ির পাশে নিজেদের ধানক্ষেতে যাচ্ছিল। এ সময় মাটিতে পড়ে থাকা জনৈক তৈয়ব আলীর সেচ পাম্পের বৈদ্যুতিক তার পায়ে লেগে বিদ্যুতায়িত হয় ঐ গৃহবধু। কোল থেকে ছিটকে পড়ে যায় কন্যা শিশুটি। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে মা ও শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা খাদিজা বেগমকে মৃত ঘোষনা করেন। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।