সাকিবকে কটূক্তি করায় হাইকোর্টের রুল
বাংলাদেশ ক্রিকেট দল ও অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (৮ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ওয়াকারের বিরুদ্ধে আইসিসিতে কেন অভিযোগ দায়ের করা হবে না, তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড প্রেসিডেন্টকে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
গত ৬ নভেম্বর দিল্লিতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেন সাকিব আল হাসান। ম্যাথিউস আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কমেন্ট্রি বক্সে সমালোচনা করেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস ও শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আরনল্ড।
তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়সুলভ আচরণ দেখেননি কখনো।’ সেসময় ধারাভাষ্য কক্ষে ওয়াকার ইউনিস সাকিবের সমালোচনা করে বলেন, ‘গাঞ্জি বা বাজ ক্রিকেট, ছি, ছি! সাকিব এটা কি করলো। তবে সাকিব, একমাত্র সাকিবের পক্ষেই এমন কিছু সম্ভব।’
এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যা করেছে তা ক্রিকেটের চেতনাবিরোধী।’ এ মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।