আর্কাইভ থেকে বাংলাদেশ

আফগানদের দায়িত্বে ইংলিশম্যান

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্পকে ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নিজ দেশের কোচিং সেটআপে চাকরি হারানোর পর আফগানদের দায়িত্ব পেলেন ৫২ বছর বয়সী থর্প।

১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত বিস্তৃত ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলেছেন এ বাঁহাতি স্টাইলিশ ব্যাটার। গত বছর নভেম্বরে আফগানিস্তান দলের দায়িত্ব ছেড়েছিলেন ল্যান্স ক্লুজনার। এবার তার স্থলাভিষিক্ত হলেন থর্প। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও মিডলসেক্সের সাবেক কোচ স্টুয়ার্ট ল'এ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আফগানরা। এবার থর্পকেই পূর্ণাঙ্গ মেয়াদে দিলো কোচের পদ। এই পদের জন্য মিসবাহ উল হক ও আজহার মাহমুদের নামও শোনা গিয়েছিলো।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন