আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দলের কার্যনির্বাহী বৈঠকটি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বৈঠকে বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে। প্রায় এক ডজন এজেন্ডা নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।
আওয়ামী লীগের নির্বাচনকে সফল করতে নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনি উপ-কমিটি গঠন করা হবে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের আন্দোলন মোকাবিলায় কৌশল নির্ধারণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচনের সময় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার বিষয় নিয়েও আলোচনা করা হবে বৈঠকে।
এছাড়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ওপর যে চাপ রয়েছে তা নিয়েও আলোচনা করা হতে পারে।