২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে অগ্নিসংযোগ
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধে গেলো ২৭ ঘণ্টায় সারাদেশে ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের সংবাদ পাওয়া গেছে। ১৩টির মধ্যে ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
তিনি জানান, গতকাল বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সারা দেশ ১৩টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এ সময়ে রাজধানীতে ৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, রাজধানীতে হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে পাঁচটি; ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরে তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি ও নোয়াখালীতে একটি, রাজশাহী বিভাগের বগুড়ার শিবগঞ্জ একটি, বরিশাল বিভাগের বরগুনার গৌরনদীতে দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।