নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা
নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে অল্প রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। ৪৬.৪ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭১ রান।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর এম. চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে একপ্রান্তে সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে অন্যপ্রান্তে দাঁড়িয়ে চলতি আসরে দ্রুততম হাফ-সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা।
কিন্তু ব্যক্তিগত ৫১ রানের মাথায় ফিরে যান। শেষ দিকে মাহেশ থিকশানার ৩৯* রানে ও দিলশান মাদুশঙ্কার ১৯ রানের সুবাদে ৪৬ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে লঙ্কানরা।
কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট তিনটি, লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার দুটি করে এবং টিম সাউদি একটি করে উইকেট নিয়েছেন।