রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কিছু করলে আইনগত ব্যবস্থা : ডিএমপি
আগামী ১২ ও ১৩ নভেম্বর রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কিছু করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন।
আজ শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
অতিরিক্ত কমিশনার বলেন, আমরা সবাইকে অনুরোধ করতে চাই- কেউ যদি নাশকতা করে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে দেয় তাহলে ঢাকা মহানগর পুলিশ তাদের নিরাপত্তার জন্য সর্বাত্মক যে প্রচেষ্টা করবে তেমনি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবে।
তিনি বলেন, বিএনপি ও তাদের সমমনা দলগুলোর অবরোধের নামে নাশকতায় রাজধানীতে গেলো ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত মোট ১৩ দিনে ৬৪টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মসূচির নামে এসব নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ডিএমপি।
খ মহিদ উদ্দিন বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ডিএমপি। মহানগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার। রাজধানীর সাধারণ জনগণ ডিএমপি কমিশনারেরে এ ডাকে সাড়া দিয়েছে। অবরোধ চলাকালে নাশকতার জন্য যে সকল অগ্নি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেককেই জনসাধারণের দেওয়া তথ্য ও সহযোগিতার মাধ্যমে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতোমধ্যে তথ্যদিয়ে নাশকতাকারীকে গ্রেফতারে সহযোগিতা করার জন্য একজনকে অর্থ পুরস্কার প্রদান করেছেন ডিএমপি কমিশনার। তাই যদি কেউ রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির নামে কেউ নাশকতা করে, অগ্নিসংযোগ করে বা কাউকে পুড়িয়ে দেয় সেক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।